রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় পুলিশি অভিযানে বসত বাড়ি থেকে বিদেশী মদ উদ্ধার

মোংলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় বুধবার রাত সাড়ে এগারোটার সময় মোংলা পৌর শহরের ২ নং ওয়ার্ড শামসুর রহমান সড়কের আলম ব্যাপারী ওরফে চুন্তি আলম এর বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশী (হুইস্কি) মদ সহ আব্দুর রহিমকে (৫৫) মাদক কারবারিকে আটক করে মোংলা থানা পুলিশ। আটককৃত বিদেশী মদের বাজার মূল্য দুই লাখ টাকার বেশি হবে বলে প্রাথমিক ভাবে জানাযায়।

আটক আব্দুর রহিম স্থানীয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আলমের বাড়ির ভারাটিয়া। এছাড়া আলমের সহায়তায় প্রায়শই তার বাসায় মদের আসর বসে বলে স্থানীয় জনসাধারণ জানান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় মংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাশেষে আটক আব্দুর রহিমকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কোর্টে প্রেরন করাহয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন