শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুলনা গেজেট প্রতিনিধি আরিফ ঢালী দুর্বৃত্তদের হামলায় আহত

রামপাল প্রতিনিধি

বাগেরহাটে সদরে সিএন্ডবি সংবাদ সংগ্রহ করে কাজ শেষে বাড়ি  ফেরার পথে দুর্বৃত্তদের  হামলায়  মারাত্মক আহত হয়েছেন খুলনা গেজেটের চুলকাটি প্রতিনিধি আরিফ ঢালি । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাত ৯ টার দিকে। স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে।

বাগেরহাট সদর  চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা কমিটি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক  আরিফ ঢালী  সংবাদ সংগ্রহ  করতে গেলে সি এন্ড বি বাজার মোড়ে যান।  দুর্বৃত্তদের ছুরির আঘাতে তিনি মারাত্মক জখম হন। এছাড়া তার মটর সাইকেলটি ব্যাপকভাবে ভাংচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে ছিল সিএন্ডবি বাজার এলাকার  বাবুর পুত্র মাসুক (২৯),মুরছালীন (২৬), রাজন (৩৮), স্মরণ (২৮), সুমন (৩২) ও অজ্ঞাগতনামা ৮-১০ জন।

বর্তমানে তিনি  খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন (আইসিইউতে) রয়েছেন।  এ হামলার ঘটনায় সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত  এ হামলার ঘটনাটি মামলার আইনি প্রক্রিয়াধীন রয়েছে ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন