শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদ্দুসকে বহিস্কার

মোরেলগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোরেলগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কদ্দুসকে দল থেকে বহিস্কার করা হয়েছ। গত ১৪ আগষ্ট বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সহ – দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা সেচ্ছাসেবক দলের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন মোরেলগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুসকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। দলের নেতা- কর্মীদেরকেও তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জান সৌদি এ সিন্ধান্ত অনুমোদন করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন