রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বজ্রপাতে ইকলাস শেখ (৫০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার সুন্দরপুর মাঠে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত ইকলাস শেখ রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড় গ্রামের হাসেম শেখের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, সুদর্শন সরকার নামের এক দিন মজুরের মৎস্য ঘেরে কাজ করছিলেন দিন মজুর ইকলাস শেখ। দুপুরের দিকে বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়। সোমবার সকালে তার দাফন হবে।
খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন