শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোল্লাহাটে ছানা, ফকিরহাটে বাবু ও চিতলমারীতে আলমগীর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ,বাগেরহাট

বাগেরহাটের ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটিতে নতুন এবং একটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন।

চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত হয়েছেন।

মোল্লাহাটে চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা পারভীন নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও নিয়ন্ত্রণ কক্ষে প্রেরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন