রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালেরে দাউদখালি নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে রামপাল উপজেলার দাউদখালী নদীর গোবিন্দপুর মালোপাড়া এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি । খবর পেয়ে বিকেল থেকে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ শাওন সরকার রামপালের গোবিন্দপুর মালোপাড়া গ্রামের রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, লিডার আবু জাফর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। আশা করি আমরা শিশুটির সন্ধ্যান পাব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন