বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনও’র প্রচার অভিযান

চিতলমারী প্রতিনিধি

সামনে শীত। শঙ্কা একটা রয়েছে। মানুষকে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম প্রচার অভিযানে নেমেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান। এ সময় জনসমাগম এলাকায় মাক্স ব্যবহারের উপর অধিক গুরুত্ব দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, চিতলমারী বর্তমানে (২৯ অক্টোবর পর্যন্ত) করোনা রোগির সংখ্যা শূণ্য। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের তদারকি এবং দিক নির্দেশনামূলক প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের সচেতনতা এ সাফল্য বয়ে এনেছে। সৃষ্টিকর্তার অসীম রহমতে এখানে করোনায় মৃতের সংখ্যাও শূণ্য। তবে শীতকে সামনে রেখে এ রোগ বৃদ্ধির শঙ্কা রয়েছে। ধৈর্য্য না হারিয়ে সকলকেই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রচার অভিযান।

প্রচার অভিযানে এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও বর্তমান সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমূখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন