শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে খালের চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে খালের চর অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরবার (৫মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর সংলগ্ন ভুটিয়ামারী খালের চর থেকে ওই অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে প্যান্ট ও পায়ে জুতা ছিল। ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে কেউ বা তাকে হত্যা করে লাশ ফেলে রাখে।

স্থানীয়রা মাছের ঘেরে কাজ করতে এসে মরাদেহ দেখে পুলিশকে খবর দেয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিআইডি, পিবিআই ও থানা পুলিশের সহায়তায় আলামত সংগ্রহ করা হয়েছে। লাশের পরিচয় জানতে তদন্ত কাজ চলছে এবং লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন