শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে যুবককে গভীর রাতে কুপিয়ে হত্যার চেষ্টা

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে মিরাজ মোল্লা (৩০) নামের যুবককে গভীর রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে তার শত্রুপক্ষের লোকেরা। রবিবার দিবাগত রাত ১ টার দিকে বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। আশংকাজনক অবস্থায় রাত ২টার দিকে থানা পুলিশ তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।স্ত্রীর পরকিয়া প্রেম ও স্থানীয় দীর্ঘদিনের বিরোধের কারনে মিরাজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) ভোর ৫ টার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার থাকা অপর আসামিরা হচ্ছেন, কাওছারের পিতা আলকাছ শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জখমী মিরাজের অবস্থা আশংকাজনক। তাকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন