রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে তীব্র তাবদাহের গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। রবিবার সকাল ৭ টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করে শত শত মুসল্লি।

পরিষদ মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. সাইফুল ইসলাম। ওমর ফারুক, আনোয়ার হোসেন, হাফেজ সরোয়ার হোসেন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জাহিদুল ইসলাম লিটন, আবু তাহের মিনা, আওয়ামী লীগ নেতা ফলি মৃধা, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বাচ্চু সহ স্থানীয় মানুষ।

নামাজ শেষে তীব তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে হাততুলে কেঁদে কেঁদে দোয়া করেন তারা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন