শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে পারিবারিক কলহে সৎভাইকে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হচ্ছেন বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)। শুক্রবার বেলা ৯ টার দিকে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এর আগেরদিন বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে পারিবারিক কলহের কারনে ডালিমকে তার সৎ মা জুলেখা বেগম, সৎভাই নাইম হাওলাদার ও সিয়াম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন