বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মোংলায় বিদেশি জাহাজে প্রকৌশলীর মৃত্যু

গেজেট ডেস্ক

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে বন্দরে হারবাড়িয়া এলাকায় একটি মেশিনারিজ জাহাজের কেবিনে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে চিকিৎসক আসার পর তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন বন্দরের হারবার বিভাগ ও মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

জাহাজটির স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে জানা গেছে, বামার্র ইয়াংগুন বন্দর থেকে আসা ‘এমভি এইচ আর রেভিলেশন’ নামক জাহাজটি মেশিনারি পণ্য নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১নং বয়ায় নোঙর করে।

জাহাজটিতে সেকেন্ড অফিসারের দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের। তিনি শনিবার (২৪ অক্টোবর) রাতে জাহাজে তার নিজ কক্ষে অসুস্থ অবস্থায় অচেতন হয়ে পরে থাকেন। জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেয়। পরে রাতে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত জানা যায়নি। রাত পৌনে ১১টায় (২৪ অক্টোবর) জাহাজ থেকে ওই বিদেশির লাশ নামিয়ে মোংলা থানা নিয়ে আসা হচ্ছে বলে জানায় হারবার বিভাগ।

পোর্ট হেলথের চিকিৎসক ডাঃ আসিফ বলেন, বিদেশি জাহাজের ওই প্রকৌশলীর মৃত্যুর কারণ আপাতত জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য থানায় এবং মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, বন্দরে একটি জাহাজের একজন সেকেন্ড অফিসারের মৃত্যুর খবর পেয়েছি কিন্ত কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে কী কারণে মৃত্যু হতে পারে।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন