শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। পূর্ব শত্রুতা, দলীয় গ্রুপিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক খলিফা(৪৫) ও আওয়ামী লীগ কর্মী বাবুল খলিফাকে(৫০) উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বেলা ১২টার দিকে বাগেরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত যুবলীগ কর্মী জাকারিয়া খলিফা(২৬), বিপ্লব শেখ(৩৫), তাতীলীগ কর্মী সাইদুল ফকির(৫৫) ও মাদরাসাছাত্র আবুবকর খলিফাকে(২০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্তি আছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন