শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহীম জমাদ্দার (২৭) ও মোঃ সিরাজুল ইসলাম (২৬) নামের দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ৫ টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়ন ভূমি অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রউফ ও এএসআই পলাশ মিত্র সংগীয় ফোর্স নিয়ে ওই দুই ব্যাক্তিকে আটক করেন। আটককৃত ইব্রাহীম জমাদ্দার ও সিরাজুল ইসলাম মংলা উপজেলার কুমারখালী গ্রামের মৃত জালাল জমাদ্দার এবং মৃত সুলতান ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে আটককৃতদের বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি (৪ নং) মামলা দায়ের করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার জানান, আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন