শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে পিকআপের ধাক্কায় বাবুল চন্দ্র মৃধা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুতে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহত বাবুল চন্দ্র মৃধা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত সামান্ত চন্দ্র মৃধার ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খুলনা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ভাড়ার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন বাবুল চন্দ্র মৃধা। দড়াটানা সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই বাবুল চন্দ্র মৃধার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন