শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অভিযানের খবরে বাগেরহাটে কমলো পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সারাদেশের মত বাগেরহাটেও বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে খুচরো বাজারে ১৮০ থেকে ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।

অভিযানের খবরে প্রতি কেজি পেঁয়াজের দাম নেমে আসে ১৫০ থেকে ১৬০ টাকায়। বেশিরভাগ দোকানি ক্রয় মূল্যের পরে কেজি প্রতি ১০ টাকা লাভে পেঁয়াজ বিক্রির অঙ্গিকার করেন।

ক্রয় মূল্যের পরে ৩০ থেকে ৬০ টাকা লাভে প্রতি কেজি পেঁয়াজ ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকলকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টানিয়ে দিতে বলা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজে সর্বোচ্চ ১০ টাকা লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে বলা হয়েছে।

বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন