শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে এমরান হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরাহটের কচুয়ায় এমরান শেখ হত্যা মামলায় পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মো. মহসিন শেখের ছেলে মো. শাকিল শেখ (২৫) ও মো. রাব্বি শেখ (১৯)। গ্রেপ্তারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করেছে র‌্যাব।

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে।

র‌্যাব-৬ এর সহকারি পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ, ৩১ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আঘাতে গুরুত্বর আহত হন এমরান শেখ। ওইদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত এমরানের বাবা বাদী হয়ে মো. শাকিল শেখ, মো. রাব্বি শেখ ও মোছা. মনজিলা বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মোছা. মনজিলা বেগমকে আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন