সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মতিয়ার রহমান মুন্সী, মো. আ: মান্নান জোমাদ্দার, সহকারি সহকারি শিক্ষক গোলক চন্দ্র সরকার, গিয়াস উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন খান, মো. জহুরুল ইসলাম, শিক্ষার্থী লামিয়া ইসলাম তাজরী, বেনজির আহম্মেদ রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমৃত কুমার মিস্ত্রী। অপরদিকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন