শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলা ফেরীঘাট এলাকায় সোমবার ২ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন। নিহত ঐ বৃদ্ধা রামপাল উপজেলার গৌরম্বা এলাকার বাসিন্দা মৃত আহম্মদ শেখের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধা ঐ মহিলা পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তার বাড়ি রামপালের গৌরম্ভা এলাকায় বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তিনি রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন