শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রামপাল প্রতিনিধি

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত ঢাকার কেরানীগঞ্জ থানার এক আসামীকে গ্রেপ্তার  করেছে। আটককৃত আসামী মো. আজিজুল হাওলাদার (৫০) কে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আজিজুল উপজেলার কালিকাবাড়ী গ্রামের আ. কাদের হাওলাদারের পুত্র।

শুক্রবার রাত ৯ টায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই বুলবুল অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বাগেরহাট সদরের মুক্ষাইট এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় আজিজুলকে আটক করা হয়। আজিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী  গ্রেপ্তার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন