শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মো. মাহামুদ হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পু্লিশ। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পু্লিশ জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, গাঁজাসহ আসামী আটক ও বাগেরহাট আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন