শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কৃষক লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিকে ঘিরে জেলা ও উপজেলা কষকলীগ নেতারা বিব্রতকর অবস্থায় পড়েছেন। নাজমুল হক টিপু বিষয়টি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

নাম না প্রকাশ শর্তে দলীয় কর্মিরা জানান, ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে যে উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক নাজমুল হক টিপু টাকা দিয়ে পাইপ বানিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় কে যেন অশ্রাব্র ভাষায় বকাবকি করছেন। ভিডিওটি নতুন করে ফাঁস হওয়ায় এলকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে নাজমুল হক টিপু দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এ ব্যাপারে নাজমুল হক টিপু বলেন, ‘ওটি এক বছর আগের ভিডিও। ওটা তেমন কোন ব্যাপার নয়। আমাকে হেয় করতে উপজেলা কৃষক লীগের কয়েক নেতা নতুন করে এই অপপ্রচার চালাচ্ছে।’

চিতলমারী উপজেলা কৃষকলীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দত্ত ভগো ও সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিওটি এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।’

বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, ‘নাজমুল হক টিপুর ভিডিওটির কথা শুনেছি। বিষয়টির ব্যাপারে দলীয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন