শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে রং দিয়ে মাছ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে রং মিশ্রিত পানিতে ভিজিয়ে মাছ বিক্রির অপরাধের তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অর্থদন্ড প্রদান করেন।

তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মাছে রং মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো মাছগুলো নষ্ট করা হয়েছে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এর আগেও মাছে রং মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগনকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন