শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার  

বাগেরহাট প্রতিনিধি

নাশকতার অভিযোগে বাগেরহাটের দুই উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার দিনগত রাতে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজন ও রামপাল উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মোরেলগঞ্জ থেকে গ্রেপ্তারা হলেন খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, শিবির নেতা মো. শফিউল আজম ও মোরেলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস মুন্সী।
আটকদের মোরেলগঞ্জ থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ৩ জন একটি নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামী। তাই তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করা হয়েছে।
এদিকে বুধবার সকালে রামপাল উপজেলার  বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামায়াতের ৩ নেতা কর্মিকে আটক করেছে।
অপর দিকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে অবহিতকরণ ও সহযোগিতা চেয়ে বুধবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে যায় জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল। জামায়াতের বাগেরহাট পৌর শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি সেখন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা, ওলামায়ে কেরামদের মুক্তি ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৩০ জুলাই সকালে বাগেরহাটে মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি পালনের অবহিত ও সহযোগিতা চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসেছিলেন তাঁরা। এ জন্য তারা একটি আবেদনপত্র জমা দিয়েছে।
পুলিশ সুপার না থাকায়  অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের বক্তব্য শুনলেও পত্রটি রিসিভ করেননি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন