শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে প্রকল্পের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩টি প্রকল্পের নামে জেলা পরিষদ থেকে টাকা তুলে আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৩ জুলাই রবিবার) বেলা ১২টার দিকে বারইখালী ইউনিয়নের মাদরাসারহাট এলাকার সড়কে স্থানীয়রা এ মানববন্ধন করেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তৃতা করেন জোমাদ্দারপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সভাপতি মাস্টার আব্দুল মান্নান, বারইখালী-সুতালড়ী জামে মসজিদের সভাপতি মো. মোসলেম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. চুন্নু
মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী মীর, ওয়ার্ড মেম্বর মো. নিজাম উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বর হাসি বেগম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা সাধারণ সম্পাদক মো. গোলাম আহাদ।

বক্তারা বলেন, বি এস এস দাখিল মাদরাসা, জোমাদ্দারপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ ময়দান ও বারইখালী-সুতালড়ী জামে মসজিদের উন্নয়নের নামে বাগেরহাট জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা তুলে গোপনে আত্মসাৎ করেছেন বিএসএস দাখিল মাদরাসার সুপার মো. অহিদুল ইসলাম। তারা এ ঘটনায় অহিদুল ইসলামের বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে বি এস এস দাখিল মাদরাসা সুপার মো. অহিদুল ইসলাম বলেন, ৩টি প্রতিষ্ঠানের নামে ৬ লাখ টাকা তুলেছিলাম। স্থানীয় গ্রুপিং ও অসহযোগীতার কারনে গত ১৭ জুলাই ৪ লাখ ও ২০ জুলাই ২ লাখ টাকা ভ্যাটসহ জেলা পরিষদের ফান্ডে চালানের মাধ্যমে জমা দিয়েছি। টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন