শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাঘের আক্রমণে গরু আহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটও মংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে একটি গরু আহত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার হরমা খাল এলাকায় ঘাস খাওয়ার সময় একটি বাঘ গরুটিকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ডাক চিৎকার টের পেয়ে বাঘটি গরুটিকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গরুটিকে জবাই করে এবং নামমাত্র মূল্যে গোশত বিক্রি করা হয়।  এর আগেও হরমা খাল এলাকাশ কয়েকটি গরু বাঘের আক্রমণের শিকার হয়েছিল।
গরুর মালিক বৈদ্যমারি এলাকার ফারুক তালুকদার বলেন, জঙ্গলের পাশেই ঘাস খাচ্ছিল আমাদের গরুটি। হঠাৎ করে বাঘে আক্রমণ করে। পরে স্থানীয়রা জবাই করে দেয়। গরুটি গাভী ছি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন,  হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। হরমা  খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন