শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁদনী আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বহরবুনিয়া গ্রামের কৃষক আলম হাওলাদারের মেয়ে চাঁদনী স্থানীয় বহরবুনিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। বুধবার (১২ জুলাই) সকাল ৬ টার দিকে ঘরের পিছনে পুকুর পাড়ে গাছের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রীর মরদেহ।

খবর পেয়ে থানা পুলিশ বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ হেফাজতে নেয়। চাঁদনীর পিতা দরিদ্র কৃষক আলম মুন্সি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। এদিকে ওই ছাত্রীর মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, চাঁদনীর মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্ত করানো হবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন