গত দুই দিনের ব্যবধানে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চোরাইকৃত আরও এক তামার তার ক্রেতাকে আটক করেছে। আটক মো. কামাল মীর (২৮) মোংলার কেওড়াতলা এলাকার হাসেম মীরের পুত্র। শুক্রবার (৭ জুলাই) ভোরে তাকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর থেকে আটক করেন সিকিউরিটি ইনচার্জ মনিরুল ইসলাম মনি। আটক কামালকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই দায়ের করা একটি চুরি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধীক মামলা ও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম বলেন, চুরির সাথে জড়িত আশ্রয়দাতাদের খুঁজছে পুলিশ। আশাকরি দ্রুত সাফল্য মিলবে।