শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় দুই যুবকের বিরুদ্ধে টেইলার্সকর্মীকে ধর্ষণ মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায়  এক টেইলার্সকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মোঃ হাসান শিকদার (২৬) ও মোঃ রফিকুল  (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (০১ জুলাই) রাতে নির্যাতনের স্বীকার ওই নারী বাদী হয়ে মোংলা থানায় এই মামলা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তার করতে  পুলিশ অভিযান শুরু করেছে।

অভিযুক্ত মোঃ হাসান শিকদার মোংলা পৌর শহরের শেখ রাসেল সড়কের আশ্বাব আলীর ছেলে এবং মোঃ রফিকুল পার্শ্ববর্তী মোরশেদ সড়কের মান্নান মাস্টারের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ঈদ উপলক্ষে গেল ২৮ জুন রাতে মোংলা শহরের একটি টেইলার্সের দোকানে বসে কাজ করছিলেন ওই নারী। এসময় মোঃ হাসান শিকদার ও মোঃ রফিকুল দোকানে প্রবেশ করে ওই নারীকে মারধর করে। এক পর্যায়ে তারা ওই নারীকে দোকানের পাশে নিয়ে যায়। সেখানে মোঃ হাসান শিকদার ওই নারীকে ধর্ষন করেছে এবং মোঃ রফিকুল ধর্ষণের ভিডিও করেছেন। অভিযুক্তদের অত্যাচারে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই নারী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

খুলনা গেজেট/কেডি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন