শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্বপ্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে রফিকুল ইসলাম হাওলাদার(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুলাই) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাড়ির কাছের মাঠে ছাগল আনতে গেলে আকস্মিক বজ্রপাতে নিহত হন তিনি।

নিহত রফিকুল ইসলাম হোগলাবুনিয়া গ্রামের মৃত. হোসেন আলী হাওলাদারের ছেলে।

হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান বলেন, মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কৃষক রফিকুল ইসলাম হাওলাদারের মৃত্যু হয়েছে। আসর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন