সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোঃ রিয়াদ শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন কররী এলাকা থেকে স্থানীয়রা নিহত মোঃ রিয়াদ শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসেন। এবং কাটাখালি হাইওয়ে পুলিশকে খবর দেয়।

নিহত মোঃ রিয়াদ শেখ পিরোজপুর জেলা সদরে শেখপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে মোটরসাইকেলযোগে পিরোজপুরে ফিরছিলেন তিনি।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে রয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাযায় নি। স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। তবে মোঃ রিয়াদ শেখ মোটরসাইকেলটি অনেক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন