সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে ধর্ষণকারীদের গ্রেফতারের দাবি

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মানসিক ভারসাম্যহীন (২৫) নারীকে দলবেধে ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীরা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ জুন) বিকেল ৫ টায় উপজেলার কালশিরা এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার, স্কুল শিক্ষক ডেডেন কুমার ব্রহ্ম, সরোজ মজুমদার, ইউনিয়ন পরিষদ সদস্য গৌতম বিশ্বাস, সমাজ সেবক মানিক মন্ডল, শৈলেন্দ্র নাথ মন্ডল, সমীর হাওলাদার, সুজিত মজুমদার, সুশান্ত মজুমদার ও সজল রায়।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘গত ২ জুন রাতে সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামের দেবাশীষ বিশ্বাসের মাছের ঘেরে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে নরপিচাশরা দলবেঁধে ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। সকাল ৯ টার দিকে জনৈক সুরজিত মৃধা মাঠে ঘাস কাটতে গেলে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞান পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। তারা ওই নারীকে উদ্ধার করে তার মামার বাড়ীতে পৌছে দেন। এ ঘটনায় ওই নারীর মামা ৫ জুন ৭ জনের নাম উল্লেখ পূর্বক থানায় (৩ নং) মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত মামলার দুই আসামী মাহেন্দ্র চালক সোহেল শেখ ও আশীষ ঢালীকে গ্রেফতার করেছে। বাকী ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধ। আমরা পলাতক ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন