সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আওয়ামী লীগ নেতার ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

 মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহর আলী খানের ওপর হামলাকারিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ জুন) বেলা ১২টার দিকে বৌলপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. মোনজেল হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মো. লিয়ন হাওলাদার, আওয়ামী লীগ নেতা সায়েদ হাওলাদার, ইউপি সদস্য দিপক কুমার মাঝি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিপ্লব কুমার দে, আওয়ামী লীগ নেতা অনিল কৃষ্ণ, সেলিম খান, রতন কুমার দাস, দুলাল কৃষ্ণ আইচ, আহত জহর খানের ছেলে আল আমিন শেখ সহ ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা জহোর আলী খানের ওপর হামলাকারিদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য,গত ২রা জুন (শুক্রবার) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহর আলী খানকে (৭০) এলোপাথাড়ি পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে তার প্রতিপক্ষের লোকেরা। গুরুতর জখমী অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার সাথে জড়িত ইউপি সদস্য কামরুজ্জামান টুকুর ছেলে ও জামায়াত বিএনপির কতিপয়কে দায়ী করেন। হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের বাদি জানান প্রশাসনের প্রতি বক্তারা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন