সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে নারীকে ধর্ষণের ঘটনায় আদালতে অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে এক নারী (৩৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিলজংগ ইউনিয়নের এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ওই নারী বাগেরহাট আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি গত ৩১/০৫/২০২৩ ইং তারিখ একজনকে অভিযুক্ত করে মোকাম বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি বাগেরহাট পিবিআই এর উপর তদন্তভার দিয়েছেন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১৫/০৫/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে ঘরের বাইরে আসেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার জনৈক এক ব্যক্তি (৪৫) ওই নারীর মূখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে পাশের সুপারীর বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

এ ঘটনায় অসহায় ওই নারী নিজ বাদি হয়ে মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে বাগেরহাট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন