সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রয়াত ডা. মোজাম্মেল হোসেন ছিলেন দুরদর্শী রাজনীতিক নেতা: খুবি ভিসি

মোরেলগঞ্জ প্রতিনিধি

‘বাগেরহাট জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, স্বনামধন্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন আওয়ামী রাজনীতিতে একজন দুরদর্শী রাজনৈতিক নেতা এলাকার উন্নয়নে সার্বক্ষণিক চিন্তা চেতনা ছিলেন তার। প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. মোজাম্মেল হোসেনের স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উল্লেখিত কথাগুলো বলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস চ্যাঞ্চেলর ড. মাহামুদুল হাসান বিপলু।
বুধবার (১০ মে) বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, তাতীলীগ সভাপতি শহিদুল ইসলাম খান ও যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সাহা, বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খ.ম লুৎফর রহমান, কাউন্সিলর শাহিন শেখ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, সোহরাফ হোসেন পাহলান, যুবলীগ নেতা হাসিব খান ও রাসেল হাওলাদার উপস্থিত ছিলেন। সভা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেনর বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ তার পুত্র ভিসি ড. মাহামুদুল হাসান বিপলুর হাতে তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী খান।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন