সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পরিবহনের চাপায় বাইসাইকেল চালকের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বাস চাপায় অজ্ঞাত ষাটোর্ধ বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাঠালতলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ওই সাইকেল চালক বিকেলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি পরিবহন তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর ওই এলাকায় আধাঘন্টা যানবহন চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, এখনও নিহতের
পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন