সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ভাঙারির গুদামে আগুন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাঙগারি  গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই গুদামের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শনিবার বেলা ১ টার দিকে পানগুছি নদীর ফেরিঘাট এলাকার শহিদুল শেখের গুদামঘরটি পুড়ে যায়।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিন্ত্রণে আনে। ততক্ষণে ১ টি ইজিবাইক ও ৩ টি ভ্যানগাড়িসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন শহিদুল ইসলাম।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন