সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে আ’লীগ নেতার প্রাইভেটকার চুরি

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ফরিদ উদ্দিনের প্রাইভেটকার চুরি হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) রাত ২ টা থেকে ৩টার মধ্যে শহরের সোনাতলা গ্রামে তার নিজ বাড়ির ভেতর থেকে গাড়িটি চুরি হয়। খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির সন্ধান পেতে কাজ শুরু করেছে পুলিশ।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ফরিদ উদ্দিনের মালিকানাধীন ঢাকা মেট্রো-গ-১৭-৬০৬৭ নম্বরের প্রাইভেট গাড়িটি তার ছেলে রেজওয়ান আহমেদ চয়ন ব্যবহার করতেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ফরিদ উদ্দিন বলেন, রাত সাড়ে আটটার দিকে আমার ছেলে গাড়িটি আমাদের ভবনের সামনে রাখে। রাত দুইটার দিকে একবার গাড়িটি দেখেছি। সেহরি খেতে উঠে তিনটা-সাড়ে তিনটার দিকে দেখি গাড়িটি নেই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির নাম্বার দিয়ে সব জায়গায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ বিষয়ে মালিক পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন