সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ৩৪১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

 

বাগেরহাটের ফকিরহাটে ৩ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ দু’জন দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ৬। শনিবার (০১ এপ্রিল) ভোরে উপজেলা সদরের পাগলা শ্যামনগর এলাকায় তৈয়বআলীর বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার মোঃ শহিদুল ইসলাম শেখ(৫৩) ও ফেনী জেলার দাগনভুয়া উপজেলার মোঃ মোস্তফা তারেক ওরফে বাবু(২৫)। আটকৃতদের বিরুদ্ধে র‌্যাব কর্মকর্তা এসআই আব্দুল মোমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন