মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে চার দূর্বৃত্তকে আটক করা হয়েছে। উপজেলার বুড়িডাঙ্গা এলাকার বেঙ্গল কোম্পানির মাঠ থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, আটক হওয়া দুর্বৃত্তরা হল, আশিকুর রহমান টমাস, আল আমিন শেখ, তাজু মোড়ল ও ওমর ফারুক । তার সকলে রামপাল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এছাড়াও মাদক মামলার নাঈম ও অনিক নামে আরো দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মোংলা থানার এস আই মিরাজ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেন যার নং,২১।
এছাড়া এদের বিরুদ্ধে এর আগে রামপাল থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি মনিরুল ইসলাম জানান।
খুলনা গেজেট/ এসজেড