সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা।

আটক হওয়া যুবকরা হল, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো: ইমরুল গাজী।

৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন