সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় লোকালয় থেকে অজগর উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলায় ৪ ফুট লম্বা ও ২ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয় সিপিপি সদস্য মোহাম্মদ গফুর সাপটিকে চিলা বাজার সংলগ্ন নদীর পাড়ে একটি গাছে দেখতে পায়। পরে সে আমাদেরকে খবর দিলে আমরা আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। রাতেই সাপটিকে আমরা বনে অবমুক্ত করা হবে। সাপটির বয়স আনুমানিক এক বছর হবে বলে তিনি আরও জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন