সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় ফকিরহাটে বখটের ৬ মাসের কারদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদলতের বিচারক হিসেবে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন।

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে এক শিক্ষার্থীকে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে স্থানীয়রা ওই যুবককে আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে জানালে, ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোন যুবক যাতে এ ধরণের কাজ না করে, এজন্য ওই এলাকায় সচেতনামূলক কার্যক্রম চালনা করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন