সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম আলো এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথমআলোর জেলা প্রতিনিধি ইনজামামুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকশি, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন।

বক্তারা আগামী দিনের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলার পাশাপাশি সব সময় ভালো কাজের পাশে থাকার আহ্বান জানান।

মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলতে, মা-মাটি এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন