সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অকৃতকার্য হওয়ায় চিতলমারীতে কলেজ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি মন্ডল নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্য করেছে। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফল শোনার পর সে কীটনাশক পান করে। মৃত ওই শিক্ষার্থী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের মেয়ে হাসি মন্ডল। কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল সে।

মৃতের বাবা রবীন্দ্রনাথ মন্ডল বলেন, হাসি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। বুধবার রেজাল্ট দেয়। ইংরেজীতে ফেল করায় কীটনাশক পান করে আত্মহত্যা করে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো: মামুন হাসান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ‘হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন