মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শরণখোলায় বসত বাড়ি থেকে হরিণের চামড়া উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় একটি বসত বাড়ি থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) বিকালে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে তানজির বয়াতির বাড়ি থেকে এই চামড়া দুটি উদ্ধার করা হয়। তবে এসময়ে কাউকে আটক করতে পারেনি বনরক্ষিরা। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উর্ধতন কর্মকর্তার নির্দেশে চামড়া দুটি সংরক্ষণের প্রক্রিয়া চলছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানজির বয়াতির বাড়ি থেকে এই চামড়া উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি এবং হরিণের চামড়া সংরক্ষণ ও হরিণ শিকারের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রপ্তার করতে বনবিভাগের অভিযান চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন