মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট হাট থেকে দ্বিতীয় শ্রেণির ছা্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর)
বিকেল ৫ টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া সেকেরডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ‍

মৃত শিক্ষার্থী ওই এলাকার কাঠমিস্ত্রি শরিফুল ইসলাম মোড়লের কন্যা সানজিদা খাতুন। সে সেকেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মরদেহের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে।

ফকিরহাট মডেল থানার এস আই সঞ্জয় কুমার দাশ বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঘরের বরান্দায় আড়ার আড়ার সাথে গলায় ওড়না দিয়ে সে আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তিনি বলতে পারেন নি।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান ও স্থানীয় ইপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরির্দশন করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন