সুন্দরবনের করমজলে দেশের বিভিন্ন স্থানথেকে উদ্ধার করা কয়েক প্রজাতির পশু পাখি অবমুক্ত করা হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সুন্দরবনে এ পশু পাখি অবমুক্ত করে বন্যপ্রাণী সংরক্ষন ও প্রকৃতি ব্যাবস্থাপনা বিভাগ খুলনা।
অবমুক্ত করা পশু পাখির ভিতরে রয়েছে দুইটি কুমির, একটি তক্ষত, একটি সাদা বক, এগারোটি কালিম পাখি, একটি ভূবন চীল, দুটি মাছকুড়াল, এর ভিতরে মাদারিপুর এবং যশোরের জে এস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করে সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান দেশের বিভিন্ন স্থানে আটক করে রাখা বন্য প্রানী উদ্ধারে কাজ করছে বন বিভাগ। বন্য প্রানীদের নিজস্ব আবাসস্থল বনে ফিরিয়ে দিতে আমরা কাজকরে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ কয়েক প্রজাতির পশু পাখি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ