মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে ২৫ জন পেল ক্ষতিপূরণের প্রায় ৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে চার উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ২৫ মালিককে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ জানান, এদিন শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন, মোল্লাহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ২৫ জন মালিকের হাতে ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক দেওয়া হয়েছে। কোন প্রকার হয়রানী ছাড়াই জমি অধিগ্রহনের চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন