মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় মায়ের উপর অভিমান করে ৭ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

মোংলা প্রতিনিধি

মোংলায় মায়ের উপর অভিমান করে ৭ম শ্রেনীর মাদ্রাসা পড়ুয়া  চাঁদনী আক্তার লাবনী (১৪) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত চাঁদনি মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোস্তাফিজ মোল্লার মেয়ে এবং স্থানীয় এবিএস দাখীল মাদ্রাসার ছাত্রী।
নিহতের পারিবারিক সুত্রে  জানা যায়,  মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে চাঁদনীর সঙ্গে তার মা তাসলিমা বেগমের  মনমালিন্য হয়। মায়ের উপর অভিমান করে চাঁদনী তার শয়ন কক্ষে চলে যায়। এর কিছুক্ষন পর তার মা রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকা ডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করলে চাঁদনীকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
মোংলা থানার এস আই দেবজিৎ সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , এ ব্যপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ময়না তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন